Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৮:০৭

প্রতীকী ছবি

হিলি: নিজ বাড়ি থেকে মোশাররফ হোসেন ঝন্টু (৬৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) দুপুরে পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকার নিজ বাড়ি থেকে বের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন পৌরশহরের পূর্ব জগন্নাথ পুর এলাকার আব্দুর জলিলের ছেলে। তিনি রাহবার এন্টারপ্রাইজ নামের একটি কোচের সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মোশারফ রাহবার এন্টারপ্রাইজ নামে একটি কোচের সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার ছেলে, স্ত্রী কেউই বাড়িতে থাকেন না। সে একাই বাড়িতে থাকতেন। আজ সকালে নিহতের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল ঘটনা জানা যাবে।

সারাবাংলা/এসএসএ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর