Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পুণ্যস্নানে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৭:০৪ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৭:০৬

সুনামগঞ্জ: তাহিরপুরে যাদুকাটা নদীতে পুণ্যস্নানে গিয়ে অতিরিক্ত ভিড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বৃদ্ধের নাম সুশংকর দাস (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে (মহাবারুণী) যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। সুশংকর দাস গতকাল তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বললেন, এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

সারাবাংলা/এসএসএ

গঙ্গাস্নান সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর