Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৫:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টন থানাধীন রাজউক ভবনের সামনের রাস্তায় ট্রাক ধাক্কায় মুরগি বহনকারী ভ্যানে থাকা সোহাগ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, রাতে ব্যাটারিচালিত ভ্যানে মুরগি নিয়ে রাজউক ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি চালাচ্ছিল আব্দুর রহিম। উপরে বসা ছিল সোহাগ। এসময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সোহাগ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ভ্যান চালকই তাকে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে তার চালক পালিয়ে গেছে। ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ভ্যান চালকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত সোহাগের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। বাবার নাম গোলাম মোস্তফা। বর্তমানে খিলগাঁও তিলপাড়ায় এলাকায় থাকত এবং মুরগীর ব্যবসা করতো। রাতে সোহাগ কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে খিলগাঁও যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে ভ্যানচালক আব্দুর রহিম অক্ষত আছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর