ইউক্রেনে চলমান রুশ হামলায় ১১৭৯ বেসামরিক লোক নিহত
৩০ মার্চ ২০২২ ১১:৫৯ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১২:০২
ইউক্রেনে চলমান রুশ হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১৭৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও ১ হাজার ৮৬০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত হতে পেরেছে সংস্থাটি। খবর আলজাজিরা।
দেশটির বিভিন্ন শহরে ভারী অস্ত্রের ব্যবহারের কারণে তাদের মৃত্যু হয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভারী অস্ত্রের ব্যবহারের কারণে অধিকাংশ মানুষ নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এক্ষেত্রে ভারী কামান ও একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে সামরিক কার্যক্রম উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিদলের বৈঠকের ঠিক আগে এ ঘোষণা দেন রুশ মন্ত্রী। তবে তিনি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা ইস্তাম্বুলের আলোচনা শেষে দেওয়া হবে।
সারাবাংলা/এনএস