Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ০৯:১৭ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৪:০১

ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দু’টি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

এ ঘটনায় দগ্ধ হওয়া শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল আরেফীন।

সারাবাংলা/এনএস

আগুন কেমিক্যাল কারখানা নারায়ণগঞ্জ রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর