Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানছড়ি থানার সাবেক ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ২২:২২

খাগড়াছড়ি: সম্পত্তি আদায়ের জন্য বল প্রয়োগ, ভীতি প্রদর্শন ও সম্পত্তির ক্ষতি করার অভিযোগে পানছড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’সহ তিন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে তিন পুলিশ সদস্যকে আগামী ১১ মে’র মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের সিনিয়র বিচারক মো. ফরিদ আলম এই আদেশ দেন। অভিযুক্ত তিন পুলিশ সদস্য হলেন- পানছড়ি থানার সাবেক ওসি মো. নুরুল আলম, উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ আহাম্মদ।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, বাদী পানছড়ি থানার হাসপাতাল এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. ফজল থানা সংলগ্ন ৪৮ শতক জায়গা ক্রয় সূত্রে মালিক ছিলেন। থানার বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে গিয়ে তৎকালীন ওসি মো. নুরুল আলম, এআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ আহাম্মদ জোর জবরদস্তি বাদীর ভূমির একাংশ দখল করে দেয়াল নির্মাণ করেন। এ কাজে বাধা দিলে জমির মালিক ফজল এবং তার ছেলেকে অবৈধ অস্ত্র ও মাদক দিয়ে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেন আসামিরা। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১০ মার্চ রাত প্রায় ৯টার সময় আসামিরা জোর করে বাদীর ছেলের মোটরসাইকেল থানায় নিয়ে যায় এবং মোটরসাইকেলের ইঞ্জিন ও চেচিস নম্বর নষ্ট করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী ফজল থানায় মামলা করতে চাইলে আসামিরা তা নেয়নি।

তিনি আরও বলেন, পরে ফজল আদালতে এসে মামলা করলে আদালত তা তদন্তের নির্দেশ দেয়। পুলিশ পর পর দু’বার তদন্ত করলেও ঘটনার সত্যতা নেই উল্লেখ করে প্রতিবেদন উপস্থাপন করে। বাদী নারাজি দিলে জুডিসিয়াল তদন্তের আদেশ দেন আদালত। জুডিসিয়াল তদন্ত ও সিআইডি চট্টগ্রামের প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নিয়ে ওই তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে সমন জারি করে পরবর্তী তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কোট সাব ইন্সপেক্টর রাজু বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন সবার জন্য সমান। আদালতে ওই তিন পুলিশ সদস্যকে নির্দেশিত সময়ে হাজির হতে হবে।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি পুলিশের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর