Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. বুলবুলের খুনিরা নজরদারিতে, গ্রেফতার যেকোনো সময়

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ২২:০০ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১০:২৪

ঢাকা: দন্ত চিকিৎসক বুলবুলকে ছুরিকাঘাত করে হত্যাকারীদের যেকোনো সময় গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে নজরদারিতে রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মূল হোতাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর কাজীপাড়া মেট্টোরেল স্টেশনের কাছে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ‘গরীবের ডাক্তার’খ্যাত ডা. বুলবুল। ওই দিনই বুলবুলের স্ত্রী শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা তিন জনের নামে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত করছে মিরপুর মডেল থানা পুলিশ। একইসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও এটি নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ঘটনার আলামত সংগ্রহে ঘটনাস্থলের আশেপাশের অন্তত ১২টি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ অনযায়ী বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাব করছে পুলিশ।

আরও পড়ুন- মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ডা. বুলবুলের হত্যাকারীদের শনাক্ত করতে আমরা প্রাণপণ চেষ্টা করছি। এরই মধ্যে বেশ কিছু দূর আমরা এগিয়েছি। আশা করছি, যেকোনো সময় হত্যাকারী গ্রেফতার হবে।

কাউকে আটক করা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মামলার মূল অভিযুক্তদের এখনো ধরতে পারিনি। তবে তাদের গ্রেফতারের কাছাকাছি অবস্থানে আমরা চলে এসেছি।

মিরপুর মডেল থানার একজন উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দুই থেকে তিন জনকে দেখা গেছে। তাদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় গ্রেফতার করা হবে। তাদের মধ্যে একজনকে এরই মধ্যে ধরা হয়েছে। তাকে নিয়ে অভিযান অব্যাহত আছে। বুধবার (৩০ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভালো কিছু জানানো হতে পারে জানান তিনি।

বিজ্ঞাপন

হত্যায় জড়িতরা ছিনতাইকারী নাকি এ ঘটনায় অন্য কিছুর সংশ্লিষ্টতা রয়েছে— জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের তথ্য অনুযায়ী হত্যায় জড়িতরা ওই এলাকার ছিনতাইকারী। এমনকি যাদের ধরা হয়েছে, তারাও মিরপুর এলাকার ছিনতাইকারী। তবে অন্য কোনো ইস্যু জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছি না। সব ধরনের সম্ভাবনাই আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজেও ছুরি মেরে মোবাইল ফোন নিয়ে যেতে দেখা গেছে। পাশেই আরও একজন বা দু’জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেফতার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের বাইরে উদ্ধারকারী বাসের হেলপারকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে হত্যায় জড়িত মূল হোতাদের বেশকিছু তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে কাজ চলছে। আশা করছি দুয়েকদিনের মধ্যে ভালো কিছু জানাতে পারব।

সারাবাংলা/ইউজে/টিআর

ডা. বুলবুল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর