Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৯ মার্চ ২০২২ ২১:০৫

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মুন্সিগঞ্জের বিনামূল্যে ২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। জেলার গজারিয়ার কলেজ রোড ও গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ট্রেনিং সেন্টার দুটি স্থাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মুন্সিগঞ্জের গজারিয়ার কলেজ রোড ও গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে ২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ সময় কর্মসংস্থানের জন্য অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর