Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ও কারিগরিতেও ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ১৯:৪১

ঢাকা: প্রাথমিক, মাধ্যমিকের (স্কুল-কলেজ) পর এবার মাদরাসা ও কারিগরি পর্যায়েও রমজান মাসে নিয়মিত ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদরাসাগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

মঙ্গলবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব বেগম রুজিনা সুলতানার সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

এর আগে, রোজার মাসেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলামমের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

সারাবাংলা/টিএস/পিটিএম

২৬ এপ্রিল কারিগরি ও মাদরাসা ক্লাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর