Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরা-বনশ্রী সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ১২:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের রামপুরা-বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তায় ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল সরদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের গাড়িচালক ছিলেন।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতাল এর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, হাসপাতালের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের ভাগিনা সোহেল শেখ জানান, সাইফুলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল উত্তরপাড়া গ্রামে। তার বাবা আইয়ুব আলী সরদার। স্ত্রীর সাবিনা আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের গাড়িচালক ছিলেন। রাতে বিমানবন্দর থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

সারাবাংলা/এসএসআর/এমও

চালকের মৃত্যু ট্রাকচাপা রামপুরা-বনশ্রী