Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ ধনকুবের আব্রামোভিচকে ‘বিষ প্রয়োগ’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২২ ০৮:৫৩ | আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৪:৩৫

রুশ ধনকুব, ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। তাও আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বৈঠকের পরই তার শরীরে বিষ প্রয়োগের লক্ষণগুলো চিহ্নিত করা হয়। খবর বিবিসির।

রোমান আব্রামোভিচের এক ঘনিষ্ঠ ব্যক্তির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার শরীরে বিষপ্রয়োগের লক্ষণের মধ্যে ছিল চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম ব্যথা। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়, আব্রামোভিচ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছেন।

সারাবাংলা/এএম

আব্রামোভিচ চেলসি চেলসি মালিক রুশ ধনকুবের