Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় নিখোঁজ কয়লা শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ২৩:০০

নেত্রকোনা: কলমাকান্দায় এক শ্রমিক নিখোঁজ থাকার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সোমবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সে নিখোঁজ হয়েছিল। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বশির আহমেদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন কয়লা শ্রমিক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বশির আহমেদ সোমবার দুপুরে সুনামগঞ্জের বড়ছড়া থেকে নৌকায় করে কলমাকান্দায় আসেন। সেখানে উব্দাখালি নদীর সেতুসংলগ্ন এলাকায় নৌকা থেকে বশিরসহ অন্যান্য শ্রমিক মিলে কয়লা নামান। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বশির নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

স্থানীয় লোকজন উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে বাহিনীর সদস্যরা এসে উদ্ধার চালায়। কিন্তু তারাও সন্ধান পায়নি। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন আশপাশে জাল ফেলে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে বশির আহমেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

নেত্রকোনা মরদেহ উদ্ধার শ্রমিকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর