‘দেশের উন্নয়ন দেখছি, আবার মানুষের হাহাকারও দেখছি’
২৮ মার্চ ২০২২ ২২:১২ | আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৩:২১
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের উন্নয়ন চোখে দেখতে পাচ্ছি। পাশাপাশি সারাদেশে নিত্যপণ্যের দামবৃদ্ধির কারণে মানুষের হাহাকারও দেখতে পাচ্ছি।
সোমবার (২৮ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রী বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে। যারা দেখে না তাদের চোখ নষ্ট। তাদের ডাক্তার দেখাতে হবে। আমারে চোখ ভালো আছে। ডাক্তার দেখাতে হবে না। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলছি, আমরা অনেক কিছুর উন্নয়ন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি যে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের হাহাকার অবস্থা।’
জাপার মহাসচিব বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, নিত্যপণ্য অনেক আছে। অভাব নেই। তারপরও সমস্ত জিনিসের দাম বাড়ছে। শুধু তাই নয়- খাদ্যমন্ত্রী বলেছেন, এ যাবতকালের সর্বোচ্চ খাদ্য- প্রায় ২০ লাখ টন খাদ্য গুদামে মজুত আছে। আমার প্রশ্ন তারপরও চালের দাম এত বাড়ল কী কারণে?’
তিনি বলেন, ‘আমি নিজেও বাজারে যাই। বাজারে গেলে মনে হয় না, সরকার আছে। মনে হয় না বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে।’
এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপার এমপি বলেন, ‘এই যে বিদ্যুতের বিষয়টি- আমার এলাকা করিমগঞ্জ-তারাইলে গত কয়েকদিন ধরে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাকি ১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই। এই গরমে অসম্ভব কষ্টের মধ্যে আছি। বিদ্যুৎমন্ত্রীকে বলব আমার কথা নোট করেন, দেখেন সত্য কি না?’
চুন্নুর বক্তব্যের জবাব দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেন, ‘এক কোটি মানুষকে কার্ড দেওয়ার পর বাজারে জিনিসপত্রের দাম কমেছে।’ চুন্নু সংসদে অসত্য বক্তব্য দিয়েছেন দাবি করে তার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি বাজারে যান বলেছেন। আপনি আসলে বাজারে যান না। আমি বাজারে যাই। এই এক কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে। তেলের দাম কমেছে প্রতি লিটারে ১০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল এখন কমে হয়েছে ৩০ টাকা। আপনি এখানে অসত্য বক্তব্য দিয়েছেন।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম
জাতীয় পার্টির মহাসচিব টপ নিউজ দেশের উন্নয়ন মুজিবুল হক চুন্নু