Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক খুন: মামলায় প্রতিবেদন ২৭ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ২০:৪৬

ঢাকা: রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক দন্ত চিকিৎসককে খুনের অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৭ এপ্রিল ধার্য করেছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে মামলাটির এজাহার আসে। এরপর আদালত তা গ্রহণ করে মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রফিকুল ইসলামকে তদন্ত করে আগামী ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জানা যায়, শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে তিনি একটি ডেন্টাল ক্লিনিকের মালিক তিনি। এছাড়া তিনি সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। গত ২৭ মার্চ ভোরে তিনি নোয়াখালী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় রাস্তায় ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাতনামা তিন জনকে আসামিকে করে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

চিকিৎসক খুন দাখিল প্রতিবেদন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর