‘বামদের ওপর বিএনপি-জামায়াত ভর করেছে’
২৮ মার্চ ২০২২ ২০:৩৬
চট্টগ্রাম ব্যুরো: হরতাল পালনকারী বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ওপর বিএনপি-জামায়াত ভর করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (২৮ মার্চ) দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটে হরতাল বিরোধী জমায়েতে তিনি একথা বলেন। হরতাল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এর মধ্যে ছাত্রলীগের একদল নেতাকর্মী লাঠি হাতে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন। অদূরেই চলছিল বাম জোটের হরতালের সমর্থনে সমাবেশ। তবে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা হরতালের বিরোধী নই। এটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রধান হাতিয়ার। তবে হরতাল আহ্বান যৌক্তিক কারণে হতে হবে। জনগণ যদি হরতালকারীদের ডাকে সাড়া দেয়, তা হলে বলার কিছু নেই, আমরাও স্বাগত জানাই।’
‘দুঃখের বিষয় হচ্ছে, হরতালকারী বাম গণতান্ত্রিক জোটের অনেক দলই মহান মুক্তিযুদ্ধে শরিক ছিল। তারা জানে, বিএনপি-জামায়াতের আসল রূপ কী? এরা দেশকে এখনো পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। এই ঘৃণ্য বিএনপি-জামায়াত কথিত বাম ও প্রতিবাদীদের উপর ভর করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে এদেশকে পাকিস্তান বানাতে চায়।’
হরতালকারীদের উদ্দেশে আ জ ম নাছির বলেন, ‘আমরা আপনাদের হরতালের বিরোধিতা করার জন্য মাঠে নামিনি। হরতালের মধ্যে নাগরিক জীবনে যাতে অচলাবস্থার সৃষ্টি না হয়, সেজন্য দলীয় কার্যালয়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।’
নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সারাবিশ্বের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে। এরপরও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অজুহাতে যারা হরতাল ডেকেছেন তাদের দেশপ্রেমে ঘাটতি আছে।’
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় জমায়েতে আরও বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো. জাকারিয়া, আবু তৈয়ব সিদ্দিকী।
সারাবাংলা/আরডি/পিটিএম