Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৫ দিনের পাটপণ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ২০:৩২

কক্সবাজার: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্যের একক মেলা।

সোমবার (২৮ মার্চ) শহিদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেডিপিসি’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছিরউদ্দীন বক্তব্য রাখেন। পরে পাটপণ্যের বহুমুখী ব্যবহার শীর্ষক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, সোমবার শুরু হওয়া মেলা চলবে ১ এপ্রিল পর্যন্ত। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের পাটপণ্যের ৩১টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই পাটপণ্য মেলা।

সারাবাংলা/টিআর

জেডিপিসি পাটপণ্য মেলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর