বঙ্গোপসাগর থেকে ‘রাক্ষুসে’ জাল জব্দ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ২০:০২ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ২০:০৩
২৮ মার্চ ২০২২ ২০:০২ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ২০:০৩
চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছের পোনা ও রেণু আটকাতে পাতানো বিপুল পরিমাণ ‘রাক্ষুসে’ জাল জব্দ করেছে নৌ পুলিশ।
সোমবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আক্কেলপুর থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত সুপার কীর্তিমান চাকমা সারাবাংলাকে জানান, সাগরের উপকূল ঘেষে বাঁশ দিয়ে নয়টি জাল পাতা হয়েছিল। এগুলো চরঘেরা জাল। এসব জালে বেশিরভাগ রেণু ও পোনা মাছ আটকে যায়, যেগুলো আর বাঁচে না। এতে মৎস্য সম্পদের ক্ষতি হয়, যার ফলে এসব জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ।
জব্দ জালের পরিমাণ প্রায় ৪৫ হাজার মিটার। অভিযানে প্রায় ২৫০ বাঁশ কেটে এবং পুড়িয়ে ফেলা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমও