রোজায় স্কুল-কলেজে ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত
২৮ মার্চ ২০২২ ১৯:৫০ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ২৩:৩৯
ঢাকা: রোজার মাসেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোজার মধ্যে আগামী ২৬ এপ্রিল শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।
সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমের ঘাটতি পূরণের জন্য রোজার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান চলবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/একে
টপ নিউজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) আইন স্কুল-কলেজ