Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার মহাসমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৮:০০

ঢাকা: দ্রব্যমূল্য বৃদ্ধি ও ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের দাবিতে শুক্রবার (১ এপ্রিল) বাদ জুম’আ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইবিএ)।

সোমবার (২৮ মার্চ) দুপুরে পুরানা পল্টন এলাকায় অবস্থিত আইএবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র (আইবিএ) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাধারণ মানুষ জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। খেটে খাওয়া মানুষের কথা ক্ষমতাসীনরা বেমালুম ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।’

তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (৩১ মার্চ) সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের তারিখ পরিবর্তনের অনুরোধ করা হলে আমরাও জনদুর্ভোগের কথা চিন্তা করে তা পরিবর্তন করে শুক্রবার ছুটির দিনে জাতীয় মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। এর পর যদি মহাসমাবেশ নিয়ে কোনো প্রকার টালবাহানা করা হয়, সেটা সহ্য করা হবে না। মহাসমাবেশে বাধা দিলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। আর এর দায় সরকারকেই নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসএসএ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর