বরিশাল নদীবন্দরে শিক্ষার্থীদের মারধর, ৩ শুল্ক প্রহরী বরখাস্ত
২৮ মার্চ ২০২২ ১৭:৪৩ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৯:৫১
বরিশাল: প্রবেশ টিকেট কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের তিন শুল্ক প্রহরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
বরখাস্তরা হলেন বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের শুল্ক প্রহরী মো. মিজানুর রহমান, মো. কামাল হোসেন ও মো. জাকির হোসেন।
সোমবার (২৮ মার্চ) সকালে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববার রাতে তিন শুল্ক প্রহরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি আদেশ হাতে পেয়েছি। এরপর ওই তিন শুল্ক প্রহরীকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মুহাম্মদ আবু জাফর হাওলাদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ মার্চ আনুমানিক রাত ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে লঞ্চ টার্মিনালে প্রবেশ করা নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ মার্চ) রাতে বরিশাল নদীবন্দরে প্রবেশ টিকেট কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বিআইডব্লিউটিএর শুল্ক প্রহরীদের মারধরের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বিচারের দাবিতে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নদীবন্দরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে।
এ ঘটনার পর বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা, নৌ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক বিষয়টি সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযুক্ত স্টাফদের বরখাস্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নদীবন্দরে প্রবেশ ফি নেওয়া বন্ধ করা এবং হামলার শিকার শিক্ষার্থীদের মুঠোফোন ও মানিব্যাগ ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণের দাবি জানানো হয়। তারা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসেন।
সারাবাংলা/একে