Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৬:২০

বরিশাল: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। এ সময় তারা নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় থেকে লাইন রোড পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ ও অবস্থান চলাকালে বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেয় তারা। এ কারণে সদর রোডে যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন চলাচল ছিলো কম। এতে ভোগান্তিতে পড়েন সদর রোডে চলাচলকারীরা। বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিসগামীরা পড়েন বিপাকে। সকাল ৯টার পর দোকান সদর রোডের দোকান খুলতে শুরু করেন মালিকরা।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাম গণতান্তিক জোটের অর্ধদিবস হরতাল বরিশালে সফল হয়েছে বলে দাবি করেছেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
তবে অর্ধদিবস হরতালে বরিশালে তেমন কোনো ধরনের প্রভাব পড়েনি। বরিশাল নগরীতে সব ধরনের থ্রি-হুইলার থেকে শুরু যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।

হরতালে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। তবে তারা ছিলেন অনেকটা নিশ্চুপ।

সারাবাংলা/এসএসএ

বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর