আকাশকে ১৫ দিন রিমান্ডে চায় পুলিশ
২৮ মার্চ ২০২২ ১৩:৫৮ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৪:৪৭
ঢাকা: রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামিল প্রীতিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাসুম মোহাম্মদ আকাশকে জিজ্ঞেসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) ডিবির তদন্ত কর্মকর্তা এই রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বিকেল তিনটায় রিমান্ড আবেদনের শুনানি হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ২৭ মার্চ আকাশকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার আকাশ টিপুকে সরাসরি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর কিলার আকাশ দেশত্যাগ করতে সীমান্ত এলাকায়ও চলে গিয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকাশ জানিয়েছেন হত্যাকাণ্ডের তিন দিন আগে টার্গেট ব্যক্তির (টিপু) নাম পান তিনি।
সারাবাংলা/এআই/একেএম