Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশকে ১৫ দিন রিমান্ডে চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৩:৫৮ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৪:৪৭

ডিবির হাতে গ্রেফতার আকাশ; ইনসেটে গুলিবিদ্ধ হয়ে নিহত জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফনান জামিল প্রীতি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামিল প্রীতিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাসুম মোহাম্মদ আকাশকে জিজ্ঞেসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) ডিবির তদন্ত কর্মকর্তা এই রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বিকেল তিনটায় রিমান্ড আবেদনের শুনানি হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, ২৭ মার্চ আকাশকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার আকাশ টিপুকে সরাসরি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর কিলার আকাশ দেশত্যাগ করতে সীমান্ত এলাকায়ও চলে গিয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকাশ জানিয়েছেন হত্যাকাণ্ডের তিন দিন আগে টার্গেট ব্যক্তির (টিপু) নাম পান তিনি।

সারাবাংলা/এআই/একেএম

আকাশ টিপু হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর