Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টায় আগুন: ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১০:৫৪ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৪:০১

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যাওয়ার মামলায় ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত গত ২৩ মার্চ এই চার্জশিট গ্রহণ করেন। সোমবার (২৮ মার্চ) চকবাজার মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এ তথ্য জানান।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি সিএমএম বরাবর প্রেরণের আদেশ দেন। সিএমএম পরবর্তীতে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল কাইউম গত ১৬ ফেব্রুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন:

চুড়িহাট্টার পরের গল্প

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ৩ বছর, এখনো শুরু হয়নি বিচার

চুড়িহাট্টায় দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭১ জনে

চার্জশিটভূক্ত আসামিরা হলেন- ভবনের মালিক দুই সহোদর হাসান ওরফে হাসান সুলতান, সোহেল ওরফে শহিদ ওরফে হোসেন, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল হক, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতির, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। আসামিরা সকলেই জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যান। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এএম

চুড়িহাট্টায় আগুন

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর