Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কৃষকের আত্মহত্যা: হয়রানি না দেখে জমি দেখছেন সবাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২৩:৫৬

বিষপানে আত্মহত্যা করা দুই কৃষকের স্বজনরা

রাজশাহী: গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে বিষপানে আত্মহত্যা করা দুই কৃষক সেচের পানি পেতে হয়রানির শিকার হয়েছিলেন। অথচ ঘটনার তদন্তে এসব দেখা হচ্ছে না বলে অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা। তদন্ত সংশ্লিষ্টরা বর্তমানে ওই দুই কৃষকের জমির ধানের কী অবস্থা সেটিই গুরুত্ব দিয়ে দেখছেন!

গত বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠির কৃষক অভিনাথ মার্ডি (৩৬) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করেন। এতে বুধবারই অভিনাথ মারা যান। আর শুক্রবার মারা যান রবি। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। পানি না দিয়ে তিনিই বিষপান করতে বলেছিলেন বলে এতে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে একই অভিযোগ নিয়ে রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডিও রোববার বেলা ১১টায় গিয়েছেন গোদাগাড়ী থানায়। তিনিও অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে মামলা করতে চান। তবে সুশীলকে সারাদিন বসিয়ে রেখেও থানায় মামলা রেকর্ড করা হয়নি। তাকে থানায় বসিয়ে রেখেই বিকেল পাঁচটার দিকে রবির জমি দেখতে নিমঘুটু যান গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।

জমিতে পানি দেয়নি পাম্প অপারেটর, ক্ষোভে কৃষকের আত্মহত্যা

 

ওসি বলেন, ‘রবির মৃত্যুতেও স্বজনেরা মামলা করতে চান। সেজন্যই জমিটা দেখতে এসেছিলাম। রবি নিজের দেড় বিঘা এবং বর্গা নিয়ে আরও আড়াই বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন। নিজের জমির ধানটা একটু খারাপ, তবে বর্গা নেওয়া জমিতে চমৎকার ধান হয়েছে।’

ভাইয়ের মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা দিলে তো নিব। তারপর তদন্ত হবে। তদন্তে যা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা হবে।’

বিজ্ঞাপন

এদিকে, দুই কৃষকের মৃত্যুর ঘটনা তদন্তে শনিবার বিএমডিএ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) নাজিরুল ইসলাম। অন্য দু’জন হলেন- নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির। রোববার সকালে কমিটির সদস্যরা নিমঘুটু ঘুরে এসেছেন। দেখে এসেছেন দুই কৃষকের জমি।

তদন্তের বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান প্রকৌশলী নাজিরুল ইসলাম বলেন, ‘আমরা তো তেমন কোনো সমস্যা দেখছি না। কৃষকদের জমির ধান ভাল আছে।’

তিনি জানান, গভীর নলকূপটিতে ২০০ বিঘা বোরো ধানের সেচ চাহিদা মেটানোর সক্ষমতা আছে। তবে চাষ হয়েছে ২৬০ বিঘা। তিনি বলেন, ‘অপারেটর তো পলাতক। তাকে পেলে অভিযোগ সম্পর্কে কিছু বোঝা যেত। অভিনাথের স্ত্রী কিছু বলতে পারছেন না। আর রবির বাড়ির কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। এগুলো দ্রুত প্রতিবেদন আকারে দেওয়া হবে।’

অভিনাথের মৃত্যুর ঘটনায় তার স্ত্রীর দায়ের করা এজাহারে বলা হয়েছে, পানির অভাবে জমির ধান নষ্ট হচ্ছিল। ঘটনার দিন অভিনাথ পানির জন্য গেলে সাখাওয়াত তাকে গালিগালাজ করে বলেছিলেন, “তোর জমিতে আমি পানি দিব না। তুই যা পারিস কর।” তখন অভিনাথ বলেছিলেন, “পানি না দিলে আমি বিষ খাব।” এ সময় সাখাওয়াত বলেন, “তুই বিষ খা গা।” এরপরই বিষপান করেন অভিনাথ। মামলা হলেও পুলিশ সাখাওয়াতকে গ্রেফতার করতে পারেনি।

 

জমিতে পানি না দেওয়ায় বিষপান করা আরেক কৃষকেরও মৃত্যু

 

দুই কৃষকের মৃত্যু এখনও ভিন্নখাতে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে কাজ করা স্থানীয় সংগঠনগুলো।

স্থানীয় উন্নয়নকর্মী ক্যাথারিনা হাঁসদা বলেন, ‘দুই কৃষক পানির জন্য হয়রানির শিকার হচ্ছিলেন। তাদের পানি দেওয়া হচ্ছিল না, সিরিয়ালের নামে তাদের ঘোরানো হচ্ছিল। এসব এখন দেখা হচ্ছে না। জমির ধান কেমন আছে সেগুলোই দেখা হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, গ্রামের লোকজনকেও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। কেউ কথা বলতে পারছে না।

সারাবাংলা/এমও

আত্মহত্যা কৃষকের আত্মহত্যা জমিতে পানি দুই কৃষকের আত্মহত্যা পাম্প অপারেটর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর