Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশকে ক্যাশলেস দেশে পরিণত করছে নগদ’

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২২ ২২:১২ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ২৩:৪৯

বাংলাদেশকে একটি ক্যাশলেস দেশে পরিণত করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অনন্য সাধারণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন খাতের শীর্ষ কর্মকর্তারা। তারা বলেন, ইলেকট্রনিক কেওয়াইসি প্রবর্তনসহ ডিজিটাল লেনদেনে মাত্র সাড়ে তিন বছরে যে অনন্য সাধারণ কৃতিত্ব ‘নগদ’ দেখিয়েছে, তা নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত। তিন বছর পূর্তিতে ‘নগদ’-কে শুভেচ্ছা জানিয়ে এমন সব মন্তব্য করেছেন তারা।

বিজ্ঞাপন

নগদ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নগদ’-এর বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন। তখন থেকেই ইলেকট্রনিক কেওয়াইসির মাধ্যমে হিসাব খোলার প্রচলন করে চমক তৈরি করে ‘নগদ’। এরপর একে একে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ‘নগদ’-এর নিবন্ধিত গ্রাহক এখন ছয় কোটির বেশি। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করাসহ সাশ্রয়ী মূল্যে সেবা দিচ্ছে ‘নগদ’।

বিজ্ঞাপন

‘নগদ’ তিন বছরের মধ্যে যে পরিমাণ অর্জন করতে পেরেছে এটি নিঃসন্দেহে যে কারও জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, প্রতিদিন সাতশ কোটি টাকার লেনদেন, ছয় কোটি মানুষকে গ্রাহক হিসেবে পাওয়া এবং একইসঙ্গে প্রাথমিক বৃত্তি অথবা উপবৃত্তি কিংবা সরকারের প্রণোদনাও গ্রাহক ‘নগদ’-এর মাধ্যমে পেয়েছে। এই সামগ্রিক কার্যক্রমগুলোকে ত্রুটিহীনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রায় অসাধ্য একটি কাজ। এটি সক্ষমতার সঙ্গে করেছে ‘নগদ’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মাত্র তিন বছরে ছয় কোটিরও বেশি গ্রাহকের ‘নগদ’ সেবা গ্রহণ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষাবৃত্তিসহ করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর জরুরি আর্থিক সহায়তা কর্মহীন ৫০ লাখ পরিবারের কাছে নির্ভুলভাবে দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে যার যার অ্যাকাউন্টে পৌঁছে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে নগদ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগদ’ ভবিষ্যতে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের অহংকার হবে।

নগদ বলছে, দেশের যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে খুব সহজেই ‘নগদ’-এর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। বিশ্বের বুকেই এটি এক বিরল ঘটনা। গ্রামীণফোন লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘নগদ’-এর যাত্রার সময় থেকেই অনেক উদ্ভাবনী শক্তির আয়োজন ছিল।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘নগদ’-এর সাফল্য কামনা করে বলেন, করোনাকালে এক জায়গা থেকে অন্য জায়গায় সুলভে অর্থ স্থানান্তরে ‘নগদ’-এর ভূমিকা ছিল অনেক।

‘নগদ’-কে শুভেচ্ছা জানিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার বলেন, প্রান্তিক মানুষকে ব্যাংকিং খাতে নিয়ে আসতে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বিকল্প নেই। ডাক বিভাগ ও কিছু তরুণ উদোক্তার গড়ে তোলা ডিজিটাল পেমেন্ট ‍সল্যুশন ‘নগদ’ খুব অল্প সময়ে দেশের প্রতিটি নাগরিকের কাছে সেবা পৌঁছে দিতে পারবে বলে আমার বিশ্বাস।

স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের মতে, আস্থা, অভিজ্ঞতা ও সততার অভাবে যখন বাংলাদেশের মানুষ ক্যাশলেস সোসাইটির অনেক সংস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সময় ডাক বিভাগের সহযাত্রী হিসেবে ‘নগদ’ যাত্রা শুরুর মধ্য দিয়ে ক্যাশলেস সোসাইটি হিসেবে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেন, ফিনটেক ইন্ড্রাস্টি ডিজিটাল বাংলাদেশের একটি মাইলফলক। আর ‘নগদ’ গোটা ফিনটেক ইন্ড্রাস্টিতেই নতুন মাইলফলক তৈরি করেছে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘নগদ’-কে শুভেচ্ছা জানিয়েছেন।

সারাবাংলা/টিআর

ক্যাশলেস সোসাইটি নগদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর