Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী চালাচ্ছিলেন মোটরসাইকেল, ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২৩:৩৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন জোসি আক্তার (২১)। স্বামীর মোটরসাইকেলেই আরোহী ছিলেন তিনি।

রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসি আক্তার জেলার শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মো. গালিবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জোসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহাররুল সোহাগ বলেন, প্রাথমিকভাবে প্রতক্ষ্যদর্শীরা এ ঘটনা আমাদের জানিয়েছেন। তবে মোটরসাইকেলটি আমাদের হাসাড়া থানা হেফাজতে রয়েছে।

সারাবাংলা/টিআর

ওড়না পেঁচিয়ে মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর