যতদিন শেখ হাসিনা ততদিন বাংলাদেশ দুর্বার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ মার্চ ২০২২ ২৩:২১
মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলবে। যতদিন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবে, ততদিন কেউ আর বাংলাদেশকে রুখতে পারবে না।’
রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান।
১৫ আগস্টের পর দেশকে পাকিস্তানে পরিণত করার পাঁয়তারা হয়েছিলো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তখন যুদ্ধাপরাধীদের গাড়িতেও বাংলাদেশের পতাকা ছিলো। ইতিহাস বিকৃত করা হয়েছিলো। তবে বঙ্গবন্ধুকন্যা যেদিন এলেন সেদিন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করলো। শেখ হাসিনা যথার্থভাবেই দেশকে আজ বদলে দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘এখনও চলছে ষড়যন্ত্র। তবে যতদিন বঙ্গবন্ধুর সৈনিক বেঁচে আছে, যতদিন আমাদের নেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন, ততদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না।’
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন (বীর বিক্রম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মো. শামসুল হকসহ অন্যরা।
মিলনমেলায় জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
সারাবাংলা/এমও