Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিওরইট ট্রেড মিট-২০২২’ উদযাপন করল ইউনিলিভার

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২২ ২১:০১ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ২৩:১৪

ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) অন্যতম জনপ্রিয় ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ‘পিওরইট’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্র্যান্ডটির তিন শতাধিক রিটেইল পার্টনার অংশ নেন।

প্রতিবারের মতো এবারও পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এই বৈঠকের আয়োজন করেছে পিওরইট। এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে সফল পিওরইট ব্যবসায়ী এবং ২০২১ সালের সেরা পারফরমারদের পুরস্কৃতও করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউবিএলের ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস ব্যবসার হেড অব বিজনেস শরিফুদ্দিন নওরোজ আহমেদ এবং হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর মো. শাদমান সাদেকীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিওরইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে পিওরইটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম তানভীর হোসাইন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্তা, ব্র্যান্ড ম্যানেজার এস এম ফাহিম হোসেনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ইউনিলিভার পিওরইট পিওরইট ট্রেড মিট