Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে কলেজ শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২২:১২

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলায় কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সোনাইমুড়ি উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ‘কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিএনজিতে শিক্ষকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের ধরার জন্য অভিযান চলছে।’

সারাবাংলা/এমও

কলেজ শিক্ষক নোয়াখালী মানববন্ধন মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর