Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুকী হত্যা: এক আসামি রিমান্ডে, আরেকজনের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২০:৫১

ঢাকা: ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী নামে আরেক আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিসানুল হক দুই আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি নাহিদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং রাজীব গান্ধীর দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এআই/একে

ফারুকী হত্যা ফারুকী হত্যা মামলা