Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে নবাবী ভোজে গ্যাস লিকেজে আগুন, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২০:০৯

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড়ে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুর্ঘটনা ঘটে। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২), আমিনুল ইসলাম (১৮), মিঠু (২৪) ও রাব্বী (২২)।

দগ্ধ সাইফুল ইসলাম জানান, বিকেলে তারা রেস্টুরেন্টে কাজ করছিলেন। হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের শব্দ পাওয়া যায়। তড়িঘড়ি করে চুলা বন্ধ করতে গেলে সেখানে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ৫ কর্মচারী দগ্ধ হযন। পরে অন্যান্য কর্মচারী উদ্ধার করে তাদের হাসপাতালে নেন।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিনুলের ১৮ শতাংশ, মিঠুর ১৫ শতাংশ, রাব্বির ৩৫ শতাংশ, হৃদয়ের ২ শতাংশ ও সাইফুলের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বীকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ নবাবী ভোজ বার্ন ইউনিট মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর