Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২২ ১৭:৫৯ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৮:০৯

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় তিনি তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও জেনোসাইড কর্নারও পরিদর্শন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিনিয়োগ কনফারেন্সে অংশ নিতে উজবেকিস্তান সফররত বস্ত্র ও পাটমন্ত্রী রোববার (২৭ মার্চ) পরিদর্শন করেন দেশটির বাংলাদেশ দূতাবাস। এসময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দূতাবাস পরিদর্শনের সময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশ স্বাধীনতার পর তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ারও উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রে তিনি সেই সুযোগ পাননি।

মন্ত্রী বলেন, এখন জাতির পিতার অসমাপ্ত কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

মন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেন, উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের মাধ্যমে বিনিয়োগ সুযোগ-সুবিধা দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য তৎপর থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। দুই দেশই বিনিয়োগ সুবিধা নিয়ে নিজ নিজ দেশের আর্থসামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে— এমন আশাবাদ জানান তিনি।

এর আগে, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে যোগ দিতে গত ২২ মার্চ ঢাকা ত্যাগ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও একই ফোরামে যোগ দিতে উজবেকিস্তান সফর করছেন। ২৪ থেকে ২৬ মার্চ এই ফোরাম অনুষ্ঠিত হয়। সফর শেষে ২৯ মার্চ দুই মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন-

আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে গোলাম দস্তগীর গাজী

তাসখন্দের বিনিয়োগ ফোরামে যাচ্ছেন পাটমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

‘তাসখন্দ বিনিয়োগ ফোরাম উজবেকিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি করেছে’

সারাবাংলা/টিআর

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তাসখন্দ বিনিয়োগ ফোরাম বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর