৫ এপ্রিল ইসির প্রথম সভা, এজেন্ডায় কুমিল্লা সিটি ও ৫৯ পৌর ভোট
২৭ মার্চ ২০২২ ১৬:৪৫ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৯:২০
ঢাকা : অবশেষে কমিশন সভার তারিখ চূড়ান্ত করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ এপ্রিল মঙ্গলবার নতুন নির্বাচন কমিশন প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন। গত ২৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার এক মাস ১০ দিন পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশনের (ইসি) প্রথম কমিশন সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ইসির প্রথম কমিশন সভায় অন্যতম এজেন্ডা হিসেবে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। ইসির প্রথম কমিশন সভায় কুমিল্লা সিটি নির্বাচনের সম্ভাব্য তারিখ চুড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ মে মাসের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
অন্যদিকে করোনাসিহ বিভিন্ন কারণে সারাদেশে ৫৯টি পৌরসভা নির্বাচন পেন্ডিং অবস্থায় রয়েছে। এই নির্বাচনগুলো সম্পন্ন করার বিষয়ে কমিশন সভায় আলোচনার এজেন্ডায় থাকছে। এ ছাড়াও সারাদেশের স্বগিত থাকা ১০০ ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়টিও ইসির প্রথম কমিশন বৈঠকে এজেন্ডায় থাকছে।
এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে গত ১৩ মার্চ থেকে ধারাবাহিতভাবে সংলাপে বসেছে নতুন নির্বাচন কমিশন। প্রথম দিন ১৩ মার্চ শিক্ষক সমাজ, ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ করে ইসি। এরই ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল সম্পাদকদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কমিশনের আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কমিশন সভা না করে কীভাবে নতুন কমিশন সংলাপের সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ অবস্থায় আগামী ৫ এপ্রিল নতুন কমিশন দায়িত্ব নেওয়ার এক মাস ১০ দিন প্রথম কমিশন সভা করতে যাচ্ছে ইসি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।
গত ২৭ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও ইসির বাকি চার সদস্য শপথ নেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি নতুন কমিশন ইসিতে যোগদান করেন। যোগদানের পর গত ১৩ মার্চ প্রথম শিক্ষক সমাজের ৩০ জনকে সংলাপে বসার আমন্ত্রণ জানালেও প্রথমদিনের সংলাপে মাত্র ১৩ জন উপস্থিত হন। অন্যদিকে গত ২২ মার্চ সুশীল সমাজের ৩৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও মাত্র ১৯ জন অংশগ্রহণ করেন।
সারাবাংলা/জিএস/একে