আগুন দেখতে ছাদে উঠে নিচে পড়ে নারীর মৃত্যু
২৭ মার্চ ২০২২ ১২:১৫ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৩:৪২
ঢাকা: রাজধানীর সবুজবাগ শাহীবাগ বাজার এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে রুমানা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৬টার মৃত ঘোষণা করেন।
রুমানার বাবা দ্বীন ইসলাম জানান, সবুজবাগ শাহীবাগে নিজেদের বাড়িতে থাকতেন রুমানা। ভোরে শাহিবাগ বাজারে ফার্নিচারের দোকানে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। আগুন দেখতে রুমানা ৮ তলার বাসার ছাদে গিয়েছিলেন। সেখানে ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রুমানার দুই ছেলের জননী। তার স্বামীর নাম মো. ইকবাল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এএম