Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২২ ০০:০৪

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে রোববার (২৭ মার্চ) নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন।

শনিবার (২৬ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মে. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সফরকালে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি হামিদ তার কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।

এছাড়া বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্র বাসস।

সারাবাংলা/পিটিএম

কিশোরগঞ্জ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর