Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাসখন্দ বিনিয়োগ ফোরাম উজবেকিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি করেছে’

সারাবাংলা ডেস্ক
২৬ মার্চ ২০২২ ২২:০২

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেছেন, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। আমি আশা করি, উভয় দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উজেবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস কতৃর্ক বাংলাদেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তাসখন্দে উজবেকিস্তানের আইসিটিমন্ত্রী, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জাহাঙ্গির আলম, উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

গোলাম দস্তগীর গাজী মু্ক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস শোনাতে গিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তার অসমাপ্ত কাজটি তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে চলেছেন।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশ ও উজবেকিস্তানের বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর