Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত, অংশ নিলেন এমপি রুহুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১৯:৪৯

সাতক্ষীরা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে নলতা কলেজ মাঠে লাখ কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।

এসময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরিম মাস্টার সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন ছোটসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নলতা কলেজ মাঠে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

এমপি রুহুল হক লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর