Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের লাশের পাশে বসে কাঁদছিল ছেলে, বাবা পলাতক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১৭:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে পায়নি। পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধে খুন করে স্বামী পালিয়ে গেছে।

শনিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকায় এম এম জুট মিল কলোনির একটি ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আমেনা খাতুনের (২৩) বাবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। স্বামী মোহাম্মদ রাসেল জামালপুর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে জানান, চার বছর আগে রাসেল ও আমেনার বিয়ে হয়। এরপর থেকে তারা টাঙ্গাইলে ছিল। ১৫-১৬ দিন আগে তারা সীতাকুণ্ডে এসে বাসা ভাড়া নেয়। রাসেল দিনমজুর হিসেবে কাজ করত। শুক্রবার রাত ২টার দিকে তাদের দুই বছর বয়সী ছেলের কান্না শুনে পাশের বাসার লোকজন তালা ভেঙে ঘরে ঢোকে। তারা খাটের ওপর আমেনাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সুমন বণিক বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গত (শুক্রবার) রাতে রাসেল ও আমেনা ভাত খেয়ে ঘুমিয়েছিল। গভীর রাতে বাসার দরজায় তালা দিয়ে রাসেল পালিয়ে যায়। আমাদের ধারণা, রাতে সম্ভবত দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এর মধ্যে কোনোভাবে শ্বাসরোধ করে রাসেল আমেনাকে হত্যা করে পালিয়ে গেছে। ছেলে জেগে ওঠার পর মায়ের সাড়াশব্দ না পেয়ে কান্না শুরু করে। এতে প্রতিবেশিরা বিষয়টি জানতে পারেন।’

রাসেলকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ পরিদর্শক সুমন বণিক।

সারাবাংলা/আরডি/পিটিএম

খুন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর