Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১৩:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সারাবাংলা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ মার্চ) সকালে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সলিমপুর ওয়্যারলেস স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর