পূর্ব বিরোধের জেরে যুবলীগ কর্মীকে হত্যা
২৬ মার্চ ২০২২ ১১:৪৪
যশোর: জেলা শহরে পূর্ব বিরোধের জেরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। শহরের টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে রুম্মান ও একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে শাকিল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মান ও তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে। আহত শাকিলকে যশোর ২৫০জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান। জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সারাবাংলা/এনএস