পর্নোগ্রাফির মামলায় চমেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ মার্চ ২০২২ ১১:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ঢাকার খিলক্ষেত থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) রাত ১২টার দিকে খিলক্ষেত থানা ও চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে। গ্রেফতার অর্ণব পালের (২৭) বাড়ি কুমিল্লা জেলায়। তিনি চমেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ঢাকার খিলক্ষেত এলাকার এক তরুণী অর্ণব পালের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই থানায় মামলা দায়ের করেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল। পরে ঘনিষ্ঠ যোগাযোগের বিভিন্ন ছবি দেখিয়ে অর্ণব তাকে ব্ল্যাকমেইল শুরু করেন বলে ওই তরুণীর অভিযোগ। মামলার ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ আমাদের সহযোগিতায় অর্ণবকে গ্রেফতার করেছে।’
গ্রেফতার অর্ণবকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এএম