খুনিদের কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ মার্চ ২০২২ ২৩:৩৮ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ২৩:৪৫
ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার সঙ্গে জড়িত যে ই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, খুনিদের দ্রুত ধরা হবে। কেউ পার পাবে না।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খুনের ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে। একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতরা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় নেপথ্যে থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেফতার ও হত্যার রহস্য উন্মোচনে র্যাব ও ডিবি পুলিশসহ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সারাবাংলা/ইউজে/একেএম