Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ওয়েবসাইটের মাধ্যমে কাটতে হবে ট্রেনের টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ২০:০৯ | আপডেট: ২৬ মার্চ ২০২২ ০০:১২

ঢাকা: অনলাইনে ট্রেনের টিকিট কাটার ‘রেলসেবা’ অ্যাপটি বাতিল হয়েছে। ওই অ্যাপসের মাধ্যমে কেউ নতুন করে টিকিট কাটতে পারবেন না। তবে ট্রেনের টিকিট কাটার জন্য নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৮ টা থেকে নতুন ওয়েবসাইট চালু হবে। সেই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

এদিকে শুক্রবার বিকেল থেকে নতুন ব্যবস্থাপনা কোম্পানি সহজের মাধ্যমে স্টেশনগুলোতে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

অনলাইনে যেভাবে টিকিট কাটতে হবে

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির নিচের দিকে Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে ‘Personal Information’ এর ঘরগুলোতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যাত্রী প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর একটি সিকিউরিটি কোড আসবে।

নিবন্ধনকারী সঠিক তথ্য দেওয়ার পর Registration Successful নামে নতুন একটি পেজ আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে নিবন্ধনকারীর ই-মেইল ঠিকানায় বাংলাদেশ রেলওয়ে থেকে একটি মেইল পাঠানো হবে। এরপর সেই মেইলে ইউআরএল লিঙ্ক ক্লিক করতে হবে।

টিকিট ক্রয় প্রক্রিয়া

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

‘Log in’ প্যানেলে গিয়ে ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড সাবমিট করতে। এরপর Purchase ticket অপশন ক্লিক করতে হবে। Purchase ticket অপশনে গিয়ে ভ্রমণের তারিখ, স্টেশনের নাম, ট্রেনের নাম, আসনের শ্রেণি উল্লেখ করতে হবে। সব তথ্য দেওয়ার পর টিকিট পর্যাপ্ত থাকলে যাত্রীকে টিকিটের মূল্য জানিয়ে দেওয়া হবে। ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে।

বিজ্ঞাপন

টিকিটের মূল্য পরিশোধের পর যাত্রীর ইমেইলে টিকিটের কপি পাঠানো হবে। গন্তব্যে যাওয়ার আগে সেই টিকিট প্রিন্ট আউট করে সোর্স স্টেশন থেকে  টিকিট সংগ্রহ করতে হবে।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ ট্রেনের টিকিট রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর