Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রশিবিরের ১২ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ১৯:০১ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৯:৩২

ঢাকা: কোতোয়ালি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ১২ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসাইন জনি আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. ইব্রাহিম আলী, ইসরাফিল হোসেন, আল মামুন রিপন, মেহেদী হাসান ওরফে মাহাদী, রওশন উল ফেরদৌস, মেহেদী হাসান, শ্রাবণ ইসলাম রাহাত, ফাহাদ হোসেন, ওবায়দুল ইসলাম, মোহাম্মদ শাহিন ইসলাম, আব্দুর রহমান অলি ও তৌহিদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, এই আসামিরাসহ জামায়াতে ইসলামি বাংলাদেশের অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যরা দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনো, সরকারকে বেকায়দায় ফেলাসহ সরকার পতনের দাবিতে বিভিন্ন ছোট ছোট প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা তৈরির লক্ষ্যে বক্তব্য দিয়ে আসছিল।

ওই ঘটনায় এই ১২ জনসহ ২১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এসআই রুবেল খান।

সারাবাংলা/এআই/টিআর

৩ দিনের রিমান্ড ছাত্রশিবিরের নেতাকর্মী