Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হরতালে অরাজকতা হলে প্রতিহত করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ১৮:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৯:২৮

চট্টগ্রাম ব্যুরো: ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে অরাজকতা হলে আওয়ামী লীগ প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

শুক্রবার (২৫ মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘হরতাল গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সরকারবিরোধীরা যৌক্তিক কারণে মিছিল-মিটিং করতেই পারেন এবং হরতালের ডাকও দিতে পারেন। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধির বৈশ্বিক বাস্তবতা বুঝতে হবে। সারাবিশ্বেই আমদানি পণ্যের পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে আমদানিনির্ভর নিত্যপণ্যের ওপর। এই বাস্তবতা অনুধাবন না করে যারা হরতাল ডেকেছে, তারা মানুষের মঙ্গল চায় না। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি অচল করে দিতে চায়। হরতালের নামে অরাজকতা হলে আওয়ামী লীগ অবশ্যই প্রতিহত করবে।’

একই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুরকন্যা টানা ১৩ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন, তা অনেকের কাছে ঈর্ষণীয়। তাই নানাভাবে ষড়যন্ত্র চলছে। এরপরও প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার চেষ্টা চলমান রেখেছেন। কিন্তু আমাদের ব্যর্থতা একটাই, আমরা দেশবাসীর কাছে এই সাফল্যের বার্তা পৌঁছে দিতে পারিনি। আমরা নিজেরাই একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হনন করছি। এতে লাভবান হচ্ছে আমাদের প্রতিপক্ষ।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের আনসারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের এরশাদ উল্লাহ।

ফাইল ছবি

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ হরতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর