Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ১২:০০

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী।

শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কের সজল ভূইয়া এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল রউফ (৬২), আবদুল্লাপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম (১৭), অহিদ মিয়ার ছেলে আইনউদ্দিন (৩৫) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল মিয়ার ছেলে মনির মিয়া (৩৫)। নিহতরা সবাই সিএনজির যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুরার চরসুবুদ্ধি থেকে যাত্রী নিয়ে সিএনজিটি নরসিংদী যাচ্ছিল। পিকআপটি রায়পুরায় ফিরছিল। পথিমধ্যে পিকআপ ও সিএনজির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ চারজন নিহত হন।

সারাবাংলা/এএম

নরসিংদী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর