ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে জবাব দেবে ন্যাটো
২৫ মার্চ ২০২২ ১০:৪৪ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৫:৩১
ইউক্রেনে চলমান হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো তার জবাব দেবে বলে সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন তিনি। খবর আলজাজিরা
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্মেলনের ফাঁকে গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সতর্কবার্তা উচ্চারণ করেন প্রেসিডেন্ট বাইডেন।
ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে পুতিনকে সতর্ক করে বাইডেন বলেন, ‘সে (পুতিন) ব্যবহার করলে আমরা (ন্যাটো) সাড়া দেব। অস্ত্রের ব্যবহারের ওপর নির্ভর করবে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে।’
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, শুধুমাত্রই অস্তিত্ব হুমকির মুখে পড়লেই রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।
এই মন্তব্যের এক সপ্তাহের শেষ দিকে ন্যাটো সম্মেলন চলাকালে রাশিয়ার উদ্দেশ্য এই সতর্কবাণী উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে চীনকেও পুনরায় সতর্ক করেন তিনি।
সারাবাংলা/এনএস
ইউক্রেন জো বাইডেন টপ নিউজ ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া রাসায়নিক অস্ত্র