Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ২৩:৪৩

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্য ও আইসিডিডিআরবি’র যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব। যক্ষ্মা প্রতিরোধে কোন কোন প্রতিষ্ঠান সেবা দিচ্ছে সে বিষয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা বাড়াতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যক্ষ্মার প্রভাব অনেকাংশে লাঘব হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে ‘ওয়ার্ল্ড টিবি ডে- ইনভেস্ট টু অ্যান্ড টিবি, সেভ লাইভস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। ইউএসএআইডি ও আইসিডিডিআরবি-র যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। অনেক দুরারোগ্য ব্যাধি সরকার সফলতার সাথে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে যক্ষ্মাও প্রতিরোধ সম্ভব হবে বলে।’

আইসিডিডিআরবি-র এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশস্থ ইউএস দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মিস হেলেন লাফাভে, ডা. আ ফ ম রুহুল হক এমপি ও ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরমা দত্ত এবং মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিনিয়র টিবি মিটিগেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এডভাইজর ডা. আজহারুল ইসলাম খান সূচনা বক্তব্য রাখেন।

আইসিডিডিআরবি-র সিনিয়র সাইন্টিস্ট ফিরদৌসী কাদরি অনুষ্ঠানে ভোট অফ থ্যাংক্স জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, রওশন আরা মান্নান , অপরাজিতা হক, রুমানা আলী, ফরহাদ হোসেন সংগ্রাম, পারভীন হক সিকদার, শফিউল ইসলাম মহিউদ্দিন, জিন্নাতুল বাকিয়াসহ সংসদ সদস্য, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

ড. শিরীন শারমিন চৌধুরী যক্ষ্মা প্রতিরোধ যৌথ প্রচেষ্টা সচেতনতা বৃদ্ধি স্পিকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর