হরিণাকুন্ডুতে সংবর্ধনা পেলেন ১০৭ বীর মুক্তিযোদ্ধা
২৪ মার্চ ২০২২ ২১:৩৯ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২২:৫২
ঝিনাইদহ: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে হরিণাকুন্ডু পৌরসভা চত্বরে পৌরসভার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ১০৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে ৫০টি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ১০০টি নলকূপ বিতরণ করা হয়।
পরে হরিণাকুন্ডুর পৌর মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম গেন্দা, সাকের আলী, আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, মছির উদ্দিন, সাবেক কমান্ডার মহিউদ্দিন মাস্টার।
আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই প্রথম পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ায় তারা খুশি।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
সারাবাংলা/টিআর