নাগেশ্বরীতে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন
২৪ মার্চ ২০২২ ২০:৪৭ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২১:৪৪
আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে যমুনা ব্যাংক লিমিটেডের ‘নাগেশ্বরী উপশাখা’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই উপশাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
নাগেশ্বরী উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা ও কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
যমুনা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে রংপুরের কাউনিয়াতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া ৩৫০ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
সারাবাংলা/টিআর